
নানা হলেন ডিপজল
শুদ্ধবার্তা ডেস্ক: নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মা হয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন ওলিজা। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রহমান। ডিপজল বলেন, ‘নানা হওয়ার আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। প্রথম নানা হলাম, আনন্দটা অনেক বেশি। বাসায় উৎসবের মতো একটা…