
বিজ্ঞাপনের জের! জরিমানার মুখে অভিনেতা জ্যাকি শ্রফ, গোবিন্দা
বছর সাতেক আগে একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং গোবিন্দা। এ বার সেই বিজ্ঞাপনের জেরই আর্থিক জরিমানার মুখে পড়তে হল দু’জনকে।জানা গিয়েছে, ২০১২ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা অভিনব আগরওয়াল নামের এক আইনজীবী একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তাঁর বাবা ব্রিজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন। বিজ্ঞাপনে ব্যথানাশক…