
ভয় পাবেন সঞ্জয় দত্তকে দেখলে, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মিশেলেই কি তৈরি হল পানিপথ
অনলাইন ডেস্ক : পানিপথ-এর যুদ্ধে কীভাবে মুখোমুখি হলেন সদাশিব রাও এবং আহমেদ শা আবদলি, তার সুন্দর ছবি ফুটে উঠেছে এই ট্রেলারে মুক্তি পেল পানিপথ-এর ট্রেলার। পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই সিনেমায় মারাঠা যোদ্ধা সদাশিব রাও ভাও-এর চরিত্রে দেখা যাচ্ছে অর্জুন কাপুরকে। কৃতী শ্যাননকে দেখা যাচ্ছে সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈ-এর চরিত্রে। অন্যদিকে পানিপথ-এর ট্রেলরে যিনি সবচেয়ে…