
বাঙালীর অন্তরে বঙ্গবন্ধু এক চিরঞ্জীব সত্তা নুমেরী জামান
শুদ্ধবার্তাটুয়েন্টিফোর: সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, দেশের সকল ক্রান্তিকালে সংস্কৃতিকর্মীরাই বাঙালী প্রকৃত চেতনা ও বিশ্বাসকে ধারণ করে দেশের কল্যানে কাজ করে গেছেন। জাতির জনক যে সপ্ন দেখতেন সেই সপ্ন বাস্তবায়নে সাংস্কৃতিক জাগরণ মুক্তিযুদ্ধের সময়কাল থেকে আজ অবধি আছে। তিনি বলেন একসময় এই দেশে রাজাকার নামক শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পেতো। জাতির জনককে নির্মমভাবে…