মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা।
তিনি আরও বলেন, কবে এই পরীক্ষা নেয়া হবে, তা খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর তথ্যানুযায়ী ৩১ জনের প্রাণহানী হয়। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। এই দুর্ঘটনার কারণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস এবং ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
প্রতিনিধি