আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের নিয়রমরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হবে হামজা-জামালরা। এর আগে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিই হবে জাতীয় স্টেডিয়ামে। এই দুই ম্যাচকে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরুর ছয় দিন পর দল ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন প্রত্যাশিত সবাই। কেবল সর্বশেষ হংকং সফরে যাওয়া ২৩ জনের মধ্যে ফাহমেদুল ইসলাম বাদ পড়েছেন দুই হলুদ কার্ডের কারণে।
ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

প্রতিনিধি