প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, “সমাজ, দেশ ও রাষ্ট্রে মূলত অশান্তি সৃষ্টির কারণ চারটি- প্রাণ, সম্পদ, ইজ্জত, মা-বোনদের সতিত্বে আঘাত-কুরআনে কারিমে এর প্রতিরোধে হত্যার বদলা হত্যা ও হুদুদের আইন করেছে, কুরআনী শাসন ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, সবধর্মের মানুষের নিরাপত্তা প্রদান করে, সামাজিক ও রাজনৈতিক অশান্তি দূরীকরণে কুরআনী শাসন ব্যবস্থার বিকল্প নেই।”
তিনি গতকাল শুক্রবার খাদিমুল কুরআন পরিষদের দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মাশুক উদ্দিন মুহতামিম দরগাহ মাদ্রাসা, মাওলানা আব্দুস সোবহান মুহতামিম কাজির বাজার মাদ্রাসা, মুফতী ওলীউর রহমান মুহাতামিম দারুসসালাম মাদ্রাসা।
খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহসাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদের পরিচালনায় তাফসির করেন মুফতী রিজওয়ান রফিকী ঢাকা, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা আবদাল হোসেন খান প্রমুখ। আজ শনিবার সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেশ বরেণ্য ইসলামী ভাষ্যকার মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মুফতি আরিফ জব্বার ঢাকা।

প্রতিনিধি