অনলাইন ডেস্ক: বায়ার্ন মিউনিখ পুরো এক অর্ধ ১০ জনের দল নিয়েও তাদের জয়ের ধারাটা ধরে রাখলো। জার্মান চ্যাম্পিয়নরা গতকাল (৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে। এতেই তারা টানা ১৬তম জয় তুলে নিলো এই মৌসুমে। তবে এই ম্যাচে জোড়া গোল করে বায়ার্নের জয়ের নায়ক লুইজ দিয়াজ অবশ্য লাল কার্ড দেখে মাঠে ছেড়েছেন।
মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষস্থানেও উঠেছে বায়ার্ন। দিয়াজ প্রথমার্ধেই দুটি গোল করার পর যোগ করা সময়ে লাল কার্ড দেখেন। এরপরও ১০ জনের বায়ার্নকে পরাস্ত করতে পারেনি গত মৌসুমের ট্রেবলজয়ী পিএসজি।
ম্যাচের শুরুতেই ৪ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। মাইকেল ওলিসেরের শট ঠেকিয়ে দেয় পিএসজির গোলরক্ষক, তবে ফিরতি বলটি জালে পাঠান দিয়াজ। ২২ মিনিটে পিএসজির উসমান দেম্বেলে গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।
এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ, পিএসজি ডিফেন্ডারের ভুলে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই কলম্বিয়ান স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের খেলোয়াড় আশরাফ হাকিমিকে ফাউল করে হলুদ কার্ড পান, পরে রেফারি ভিএআরের মাধ্যমে তাকে লাল কার্ড দেখান। ফলে বায়ার্ন দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে থাকে।
দ্বিতীয়ার্ধে পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৭৪ মিনিটে জোয়াও নেভেস দুর্দান্ত এক শটে গোল করেন। এরপর পিএসজির আরও কিছু সুযোগ মিস হয়, নেভেসের আরও একটি হেড পোস্টে লাগে। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় বায়ার্ন।
অবশ্য ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল পিএসজির। ৭১ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে বায়ার্নের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।
এই জয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। আর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি।

প্রতিনিধি