রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ সামসুজ্জামান,কামরুল হাসান পলিসি এন্ড অপারেশন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রমুখ । প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,প্রচলিত শিক্ষা পদ্ধতির বাহিরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার ১৬৫টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম ও ১৭ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। রংপুর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে রংপুর জেলার অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা একাধিকবার বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায়। তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সুযোগ-সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্যই থাকছে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা।
সভায় বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় থাকা জরুরি। পাশাপাশি বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, উপকরণ সরবরাহ এবং শিক্ষক প্রশিক্ষণ আরও জোরদার করতে হবে।
সভায় রংপুর মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে সকালে প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার নগরীর একটি সরকারি বিদ্যালয়ে আয়োজিত “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের রোল-আউট কর্মশালায় অংশ নেন। সেখানে তিনি শিশুদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী এবং কার্যকর বলে মন্তব্য করেন।এসময় কর্মশালায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
নির্বাহী সম্পাদক