বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩
নবীনা এবং স্টার, শহরের দুই প্রেক্ষাগৃহে দেখানো হবে না ‘টাইগার ৩’, নেপথ্যে কী কারণ?

বক্স অফিসে ‘টাইগার ৩’ ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শহরে সলমন খান অভিনীত এই ছবির অগ্রিম টিকিট বুকিংও বেশ ভাল। কিন্তু খোঁজ নিয়ে জানা যাচ্ছে, শহরের দুই উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহে দেখানো হবে না ভাইজান এর এই ছবি। তালিকায় উঠে এসেছে দক্ষিণ কলকাতার নবীনা এবং উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম। কিন্তু কারণ কী? সলমনের ছবি দেখানোর জন্য শহরের সিংহভাগ প্রেক্ষাগৃহ রাজি। কিন্তু নবীনা এবং স্টারের ক্ষেত্রে কী সমস্যা হল? উত্তর পেতে নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানির সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। নবীন বললেন, ‘‘আমার হলে তো পুজোর ছবি চলছে। টাইগার সবRead More