Main Menu

সোমবার, নভেম্বর ৬, ২০২৩

 

রেশন দুর্নীতি মামলায় আইনজীবী বদল ইডির, আগেই ইঙ্গিত দিয়েছিলেন কি জ্যোতিপ্রিয় মল্লিক?

চার দিন পরে… রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত শুক্রবার এমনই মন্তব্য করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু সোমবার আদালতে গোটা শুনানি পর্বে তাঁর মন্তব্যের আক্ষরিক প্রতিফলন দেখা গেল না। সোমবার তাঁকে আদালতে হাজির করায় ইডি। আদালত রাজ্যের মন্ত্রীকে আরও সাত দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তা হলে ‘চার দিন পরে’ জ্যোতিপ্রিয় কেন বলেছিলেন তা স্পষ্ট হয়নি। তবে সোমবারের শুনানিতে একটি পরিবর্তন দেখা গিয়েছে। ইডির হয়ে আদালতে সওয়াল করেন নতুন আইনজীবী। গত শুনানিতে জ্যোতিপ্রিয়ের মামলায় ইডির আইনজীবী ছিলেন ফিরোজ় এডুলজি। এখন দাঁড়িয়েছেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলও।Read More