Home » হাসনাতের ওপর হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসনাতের ওপর হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘হাসনাত আবদুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা। এরকম ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে উপদেষ্টা বলেন, ‘ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করেন। তাদের ভিসা এবং যাওয়া যেন সঠিক হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছেন। তারা আরও লোক নিতে চান। কারণ বাংলাদেশি কর্মীরা ইতালির ইকোনোমিতে ভূমিকা রাখছেন। পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে। কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।’

পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *