নবীনা এবং স্টার, শহরের দুই প্রেক্ষাগৃহে দেখানো হবে না ‘টাইগার ৩’, নেপথ্যে কী কারণ?

বক্স অফিসে ‘টাইগার ৩’ ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শহরে সলমন খান অভিনীত এই ছবির অগ্রিম টিকিট বুকিংও বেশ ভাল। কিন্তু খোঁজ নিয়ে জানা যাচ্ছে, শহরের দুই উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহে দেখানো হবে না ভাইজান এর এই ছবি। তালিকায় উঠে এসেছে দক্ষিণ কলকাতার নবীনা এবং উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম। কিন্তু কারণ কী?

সলমনের ছবি দেখানোর জন্য শহরের সিংহভাগ প্রেক্ষাগৃহ রাজি। কিন্তু নবীনা এবং স্টারের ক্ষেত্রে কী সমস্যা হল? উত্তর পেতে নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানির সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। নবীন বললেন, ‘‘আমার হলে তো পুজোর ছবি চলছে। টাইগার সব শো দাবি করেছিল। আমি তাতে রাজি হইনি। কারণ শুক্রবার থেকে একটা হিন্দি এবং একটা ইংরিজি ছবি আমি চালাব।’’

স্টারেও একই পরিস্থিতি। সেখানেও পুজোর বাংলা ছবিই চলছে। প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘আমি তো দুটো শো দিতে রাজি ছিলাম। কিন্তু ওরা তো রাজি হচ্ছে না। আমি বাংলা ছবি হল থেকে তুলব না। ওরা রাজি থাকলে তা হলে টাইগার চলবে।’’ ‘পাঠান এবং’ ‘টাইগার ৩’-এর প্রযোজক যশরাজ ফিল্মস। আসলে ‘পাঠান’-এর সময় থেকেই অভিযোগ উঠেছে, প্রযোজনা সংস্থা নাকি ‘নো শো পলিসি’ নিয়েছে। অর্থাৎ যে হলে ‘টাইগার ৩’ দেখানো হবে, সেখানে অন্য কোনও ছবি দেখানো যাবে না। জয়দীপ বললেন, ‘‘মুখেই শুধু বলা হবে বাংলা ছবির পাশে দাঁড়ান। এ দিকে প্রয়োজনে সেটা করা না হলে মুশকিল।’’

Leave a comment

বিপ্র দাস বিশু বিত্রম

নির্বাহী সম্পাদক

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *