Main Menu

শনিবার, নভেম্বর ৪, ২০২৩

 

তিনটি শ্রেণিতে আইসিএবি জাতীয় পুরস্কার পেল বিএটি বাংলাদেশ

সেরা বার্ষিক প্রতিবেদন ২০২২ উপস্থাপনের জন্য ২৩তম আইসিএবি জাতীয় পুরস্কারের তিনটি (তিনটি ভিন্ন বিভাগে) অর্জন করেছে বিএটি বাংলাদেশ। ২০১৬ সাল থেকে এ নিয়ে আটবারের মতো এ স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।     এ বছর বিএটি বাংলাদেশ তিনটি শ্রেণিতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেছে; যথাক্রমে ম্যানুফ্যাকচারিং (প্রথম স্থান), করপোরেট গভর্নেন্স ডিসক্লোজার (তৃতীয় স্থান) এবং ইন্টিগ্রেটেড রিপোর্ট (সার্টিফিকেট অব মেরিট)। ‘কাউন্সিল আইসিএবি’র ‘পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস’ (আরসিপিএআর) -এর পর্যালোচনা কমিটির স্বাধীন মূল্যায়ন এবং জুরি বোর্ডের যথাযথ সুপারিশের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। এ পুরস্কার প্রদান উপলক্ষে সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় একRead More