অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধমকির পর এবার সত্যি সত্যিই পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও বলেছেন, ভারতের হামলার জবাব এরইমধ্যে দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার (৭ মে) সকালে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
পাক আইএসপিআরের মহাপরিচালক বলেন, গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৩ জন আহত হয়েছেন।
তিনি বলেন, শুধু পূর্ব আহমদপুর এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদ লক্ষ্যবস্তু করা হলে একটি শিশু আহত হয় এবং মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। কোটলিতে আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরও একটি মসজিদে হামলা চালানো হয়, যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
ভারতের এ ধরনের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। ভারতের এ ভিত্তিহীন আগ্রাসনের জবাবে ইতোমধ্যে দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
এদিকে, সকালেই এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে এ বিবৃতিতে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনীও কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রতিনিধি