নতুন ছবি আসছে দর্শক কি আসবেন
ডেস্ক নিউজ : নতুন বছরে কোনোভাবেই যেন জমছে উঠছে না সিনেমাপাড়া। মাঝে ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হবো’ ও ‘নূর জাহান’ ছবি দুটি মুক্তি পায়। বড় ব্যানারের এই ছবি দুটি মুক্তির পর খানিকটা জেগে ওঠে সিনেমা হলগুলো। এর মাঝে ২ মার্চ ‘রাঙা ম’ নামের একটি ছবি মুক্তি পায়, তবে খুব কম প্রেক্ষাগৃহেই…