ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বিমান হামলার পর এই দাবি করলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশের পর রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের তথ্য পাওয়া যায়। পরে নিকোলাস মাদুরো দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
ট্রাম্পের হামলার নির্দেশের পর ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণ, জরুরি অবস্থা জারিট্রাম্পের হামলার নির্দেশের পর ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণ, জরুরি অবস্থা জারি বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়ার পর কারাকাসের আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যায়। কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমানের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে এসব বিস্ফোরণের সঠিক কারণ বা নির্দিষ্ট অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর রেশ কাটতে না কাটতেই মাদুরোকে আটকের খবর পাওয়া গেল। তবে তিনি এখন কোথায় আছেন তা জানা যায়নি।