অনলাইন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে খবরে জানা যায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই গানের নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার বাড়াবাড়ির কারণে তিনি সম্প্রতি আসানসোলের একটি শো বাতিল করতে বাধ্য হন। আজকের, অর্থাৎ রোববার (৭ ডিসেম্বর) নির্ধারিত আরও একটি শো বাতিল করা হয়েছে। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে, আগামী দিনের সমস্ত শো আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও নচিকেতা অসুস্থতার কারণে শো বাতিল করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর ‘সারভাইকাল স্পন্ডিলাইটিস’-এর সমস্যা বেড়ে যাওয়ায় তিনি বিরতি নিয়েছিলেন। সেই সময় পরিবার জানিয়েছিল, শীতকালে এবং টানা শো করার ফলে এই সমস্যা আরও জটিল হয়।
তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকালের সমস্যা নয়, বরং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ‘এই বেশ ভালো আছি’ খ্যাত এই জনপ্রিয় শিল্পী। যদিও শিল্পীর পরিবার বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। প্রিয় গায়কের দ্রুত আরোগ্যের জন্য দুই পারের অসংখ্য অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রতিনিধি