ভারতীয় উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর শঙ্কা তৈরি হয়েছে চলতি বছর ভারতের বাংলাদেশ সফর নিয়েও। এতে দুই দেশের ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। লিটন দাসের দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলবে ভারতে। প্রথম তিনটি হবে কলকাতায়, শেষ ম্যাচটি খেলবে মুম্বাইয়ে।
এসব বিষয় নিয়ে শনিবার রাতেই জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। বোর্ড উপস্থিত ছিলেন ১৭ জন পরিচালক। সবার পরামর্শের ভিত্তিতেই আজ রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে তিন বিষয়ে চিঠি দিবে বিসিবি।
আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। যেই মেইলে জানতে চাওয়া হবে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে। কথা বলা হবে মুস্তাফিজের ইস্যুতেও। এরপর ক্রিকেটারদের বাইরেও বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।
অন্যদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও দলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে বলেছি।’
আসিফ নজরুল আরও লেখেন, ‘যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।

প্রতিনিধি