
অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়ান: আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
জকিগঞ্জ বালাই হাওর থেকে:: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ সিলেটের জকিগঞ্জে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১১ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে মঙ্গলবার নেমেছিল লাখো মানুষের ঢল। ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হয় বিশাল ঈসালে সাওয়াব মাহফিল। এতে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা…