
বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার হাতে মুঠো
অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট মিনি পিসি, পার্সোনাল কম্পিউটার তৈরির দাবি করেছে তাইওয়ানের এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেমস। ২৬০ গ্রাম ওজনের কম্পিউটারটি হাতের মুঠোতেও এঁটে যায়। জানা গেছে, দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতার দিক দিয়ে কম্পিউটারটি ৭০x৭০x৩১.৩ মিলিমিটার (এমএম)। এলিটগ্রুপ জানিয়েছে, ‘লিভা কিউ’ ব্র্যান্ডনেম দিয়ে বাজারে বিক্রি করা হবে এটি। অপারেটিং সিস্টেম (ওএস) ছাড়া লিভা কিউ কিনতে চাইলে দাম পড়বে সাড়ে…