Main Menu

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

 

বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৩

সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর এলাকা থেকে ১৩ ঘন্টার অভিযান শেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মনদপুর গ্রামের আপ্তর আলীর ছেলে আনোয়ার হোসেন, মাখরগাঁও গ্রামের জমির আলীর ছেলে আব্দুল মজিদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নোয়াগাও গ্রামের মৃত মনফর আলীর ছেলে ইজাজুল হক ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১টি কোড়াল, ৪টি সাওল (কুন্তি), ১টি লম্বা ডেগার, ১টি হাতুড়ি, ১টি দা, ১টি রেঞ্চ, ১টি পাইপগান-২টি পিস্তল (কাগজে মুড়ানো খেলনার পিস্তল দুটি), দুই রাউন গুলি, ১টি কাটার, ২টি স্মার্টফোনRead More