Main Menu

শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

 

খুনিদের গ্রেফতার ও সাইফুলের ফাঁসির দাবীতে: বিশ্বনাথ উত্তাল

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথের ডাবল খুনের মামলার প্রধান আসামী অস্ত্রবাজ সন্ত্রাসী সাইফুলকে গ্রেফতার করায় দায়েরী মামলা ২টির প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি যেন ঘটে গেল। কারন চাউলধনী হাওর পারের ২৫ গ্রামের মানুষের অশান্তি ও ডাবল খুনের মূল হোতা ছিল যুক্তরাজ্য প্রবাসী সাইফুল। সাইফুল গ্রেফতারে “ভেড়ামাছে পলো ভাঙ্গে” প্রবাদটি যেন বাস্তবে প্রমানিত হয়ে গেল। বিশ্বনাথের অজো পাড়া গাঁয়ের ৪জন লোক ঢাকায় গিয়ে অচেনা-অজানা বড় একটি অট্রালিকা ঘেরাও করে খুনি সাইফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া ছিল বিষ্ময়কর ও অকল্পনীয়। আটকের সময় সাইফুল যেন মানসিক ভারসাম্য হারিয়ে পেলে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেওRead More


আতকংবাদী সাইফুল এখন বিশ্বনাথ থানায়

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথের চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আসামী সাইফুল এখন বিশ্বনাথ থানা পুলিশের হেফাজতে রয়েছে।আজ সকাল অনুমান ৯ টার সময় ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয় তাকে ।সাইফুলকে বিশ্বনাথ নিয়ে আসার সংবাদে সকাল থেকে অনেক লোক তাকে দেখার জন্য থানায় ভীর করেন। বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচা এলাকায় থেকে রমুনা থানা পুলিশের সহায়তায় বাদী পক্ষ সাইফুল কে আটকের খবর দেশবিদেশ ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেছেন সাইফুল গ্রেফতার হলেও রমনা থানা থেকে ছাড়িয়ে নেওয়া হবে ।আবার কেউ কেউ বলছেন সাইফুলের অস্রবাজ বাহিনী রাস্তা থেকে থাকে ছিনিয়ে নিতে পারে। বিদেশ থেকে ফোন করে দুইRead More