সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
একই সাথে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সিলেট-১ ও ২ আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব মধ্যে একটি প্রত্যাহারের যথেষ্ট প্রমাণপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভূয়া প্রমানিত হওয়ায় সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।