Home » চা বাগানে ভিডিও করার সময় ধরে নেওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

চা বাগানে ভিডিও করার সময় ধরে নেওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ ধরে নেওয়া দুজনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর শুক্রবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।

লালমনিরহাট সীমান্ত থেকে মামা-ভাগ্নেকে ধরে নিয়ে গেল বিএসএফলালমনিরহাট সীমান্ত থেকে মামা-ভাগ্নেকে ধরে নিয়ে গেল বিএসএফ

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির আহবানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।

রিমন ও সাজেদুলের উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা করেনি। তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *