Home » সোমবার সিলেট আসছেন খালেদা জিয়া : নেতাকর্মীদের বিমানবন্দরে অবস্থানের নির্দেশ

সোমবার সিলেট আসছেন খালেদা জিয়া : নেতাকর্মীদের বিমানবন্দরে অবস্থানের নির্দেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন আগামী ৫ মে সোমবার। ইংল্যান্ডের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে প্রথমে সিলেটে অবতরণ করবেন তিনি।

এসময় তার সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী সিলেটের গর্বিত সন্তান চিকিৎসক জোবায়দা রহমান আসবেন। তাদের বহনকারী বিমানটি সকাল ৯ ঘটিকায় সিলেট বিমানবন্দরে অবতরণ করবে। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করবেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ বিবৃতিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানার সহকারে সকাল ৮ টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *