দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। কিট না থাকায় অনেক জেলায় টেস্ট করা যাচ্ছে না। ফলে বিপাকে পড়েছে সন্দেহভাজন আক্রান্তরা। এ ছাড়া পাওয়া যাচ্ছে না আক্রান্ত হওয়ার সঠিক তথ্যও। রোগী শনাক্ত করতে না পারলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এরইমধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অনেক হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট।
করোনা সংক্রমণ ও কিট সংকট প্রসঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘আবারও চালু হয়েছে করোনা ইউনিট। ৪০ শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে ১০টি আইসিইউ বেড। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলেও রয়েছে কিট সংকট।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, করোনা মোকাবিলার প্রস্ততি নিচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কিট না থাকায় এখনই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
টাঙ্গাইলে হাসপাতালে আসা রোগীরা জানান, কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। সঠিক চিকিৎসা দিতে না পারায় সংক্রমণ বাড়ছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেন, দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের কিট পাওয়া যাবে। টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে করোনার জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।