ডেস্ক নিউজঃ বেশ জমকালোভাবে এ বিয়ে হলেও বাইরে কেউ-ই টের পায়নি! ভারতীয় সংবাদমাধ্যমে জানাচ্ছে, আজ (১০ মে) দুপুরে দিল্লিতে তাদের বিয়ে হয়। ভারতীয় সংবাদমাধ্যম তো বটেই, বলিউড পাড়াকেও চমকে দিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সাবেক ভারতীয় ক্রিকেটার বিষেন সিং বেদি পুত্র অঙ্গদ বেদির সঙ্গে গাঁটছগড়া বেঁধেেছেন।
এর মাস তিনেক আগে কিছুটা গুজব ছেড়েয়েছিল তাদের প্রেমকাহিনি নিয়ে। কিন্তু সেই থেকে আজ টুইটারে তাদের বিয়ের ছবি আপ করা পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি নেহা-অঙ্গদ!
টুইটারে ছবিটি পোস্ট করার পর ক্যাপশন হিসেবে নেহা লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে বিয়ে করেছি।’
নেহা ধুপিয়ার শুরুটা হয়েছিল রেডিও ও টিভি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন ৩৭ বছরের এ অভিনেত্রী।
আর ৩৫ বছর বয়সী অঙ্গদকে ‘পিংক’, ‘আগলি’র মতো ছবিতে দেখা গেছে। সর্বশেষ সালমান খানের ‘টাইগার জিন্দাহ্যায় ছবিতে অভিনয় করেছেন। এছাড়া বলিউডের ছোট কিন্তু কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে পাওয়া গেছে।
বার্তা বিভাগ প্রধান