Home » এমন ভুলও হয়

এমন ভুলও হয়

ডেস্ক নিইজ: ভুল সিদ্ধান্তের ‘বলি’ হয়েছেন গ্রেট ক্রিকেটাররাও। তাদের ভুলকে ‘মানবিক’ হিসেবেই ধরা হয় ২২ গজের খেলায়। কিন্তু ভুলটা যদি থার্ড (টিভি) আম্পায়ার করেন, তাহলে? সেটা হবে ‘ক্ষমার অযোগ্য’ ভুল। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তেমনই এক দৃশ্য দেখা গেছে ভুল টিভি রিপ্লের মাধ্যমে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটি জেতার কোনও সম্ভাবনা ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন উমেশ যাদব আউট হলেন, তখনও তারা জয় থেকে ৭৭ রান দূরে, হাতে ছিল মাত্র ১৩ বল। উমেশের ওই আউটের রিপ্লে নিয়েই জন্ম হয়েছে নতুন বিতর্ক। এই পেসারের আউটে টিভি রিপ্লেতে দেখানো হয়েছে ভুল ফুটেজ। ১৮তম ওভারের শেষ বলে আউট হন উমেশ। জসপ্রিৎ বুমরাহর বলে তিনি তালুবন্দী হন রোহিত শর্মার। আউট নিয়ে কোনও সন্দেহ ছিল না, তবে বোলার যেহেতু ‘নো বল কিং’ বুমরাহ, তাই সম্ভবত ‘চেক’ করে নিতে চেয়েছিলেন ফিল্ড আম্পায়াররা। রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বুমরাহর পা সঠিক লাইনেই ছিল। ভারতীয় পেসারের পা দাগের এত ভেতরে থাকার পরও কেন টিভি আম্পায়ারের সাহায্য নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখন ধারাভাষ্য বক্সে থাকা সুনীল গাভাস্কার। বলেছিলেন, ‘এর জন্য (থার্ড আম্পায়ারের কাছে) যাওয়ার দরকার পড়ে না।’ শুধু এই ঘটনা নয়, ২০১১ সালের আইপিএলেও একই ভুলের শিকার হয়েছিলেন শচীন টেন্ডুলকার। যার বলে আউট হয়েছিলেন, সেই অমিত মিশ্রর পা দাগ ছেড়ে বেরিয়ে গিয়েছিল কিনা, তা দেখার জন্য থার্ড আম্পায়ারের সাহায্য নিয়েছিলেন ফিল্ড আম্পায়ার। প্রথম দুই রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে মিশ্রর পা লাইনেই আছে। কিন্তু তৃতীয় প্রান্ত থেকে যখন রিপ্লে দেখানো হয়, তখন দেখা যায় নন-স্ট্রাইকিং প্রান্তে টেন্ডুলকার। পরের বছর বার্বাডোসে মহেন্দ্র সিং ধোনিও হয়েছিলেন একই ভুলের শিকার। এই ভুল সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কাঁধেই পড়বে। কারণ তারাই ফুটেজ দেখিয়ে থাকেন থার্ড আম্পায়ারকে। তবে একেবারে দায় এড়াতে পারবেন না থার্ড আম্পায়ারও। কেননা শুধু তো বোলার নন, নন-স্ট্রাইকিং প্রান্তে কোন ব্যাটসম্যান আছেন, সেটাও তাদের নজরে পড়া উচিত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *