শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য অনায়াসেই পার করেছে বাংলাদেশ। মাত্র ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। তিকশানার বলে এক রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহিদ হৃদয়।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
জয়ের পেছনে বড় অবদান ছিল দুই তারকার- বল হাতে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
আর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার তানজিদ হাসান। ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ঝকঝকে ইনিংসে ছয়টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
তানজিদের এই ইনিংসও ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা।
শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে এই জয় বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।
বার্তা বিভাগ প্রধান