পাত্তাই পলোনা রিয়াল মাদ্রিদ। পিএসজির আগ্রাসী ফুটবলের কাছে বড়ই সাদামাটা মনে হয়েছে স্পেনের ঐতিহ্যবাহী এই ফুটবল ক্লাবকে। শেষমেশ ৪-০ গোলে রিয়ালকে হারিয়ে ইংলিশ ফুটবল ক্লাব চেলসির প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স চেম্পিয়ন পিএসজি।
থিবো কোর্তোয়ার অসাধারণ দুটি সেভ ম্যাচের শুরুতে কিছুটা আশার আলো দেখালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ২৪ মিনিটের মধ্যেই তিনটি গোল হজম করে রক্ষণভাগে সম্পূর্ণ পর্যুদস্ত হয়ে পড়ে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) গোছানো, দাপুটে ও পরিকল্পিত আক্রমণের সামনে একেবারেই অসহায় ছিল শাবি আলোনসোর দল।
বুধবার রাতে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে ফরাসি জায়ান্টদের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে রেয়াল। ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়ে ওঠেন ফাবিয়ান রুইস। একটি করে গোল করেন উসমান দেম্বেলে ও গন্সালো রামোস।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ম্যাচে ফেরার মতো আত্মবিশ্বাস বা ছন্দ কিছুই ছিল না রিয়ালের খেলোয়াড়দের মধ্যে। মৌসুমের শেষ দিকে এসে এমন হারে আরও একবার হতাশ করল আলোনসোর শিষ্যরা। এবার ট্রফিশূন্য মৌসুম নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে ইউরোপের রাজাদের।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছে লুইস এনরিকের পিএসজি। প্রথমবারের মতো এই শিরোপা জয়ের হাতছানি এখন তাদের সামনে। আগামী রোববার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে তারা।
এটা পিএসজির জন্য হতে পারে ঐতিহাসিক দ্বিমুকুটের বছর।
বার্তা বিভাগ প্রধান