শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় ২০২৪ সালে (জুলাই -আগস্ট)গণঅভ্যুত্থানে শহীদের স্বরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত মৌন মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, ৪২ টি ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী।
এছাড়াও প্রতিটি ওয়ার্ডের মসজিদে মসজিদে ওয়ার্ড বিএনপির উদ্যোগ শহীদের স্বরণে দোয়া ও মাহফিলের আয়োজন করার আহবান জানিয়েছেন।