
স্ত্রীকে ফেলে শাশুড়িকে নিয়ে পালাল জামাই!
অনলাইন ডেস্ক: হঠাৎ করেই স্ত্রী-সন্তানকে ফেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল জামাই! জামাই যে শাশুড়ির প্রতি এমন আসক্ত হয়ে পড়েছে- তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। এদিকে, শাশুড়ি-জামাইয়ের এমন কাণ্ডে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে ভারতের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ঘটনার পর নির্যাতিতা গৃহবধূ অনুরূপার পক্ষে কেতুগ্রাম থানায় অভিযোগে বলা হয়েছে, স্বামী প্রসেনজিৎ হাজরা, তার মা মঙ্গলীকে ফুঁসলিয়ে…