
আজ থেকে বাংলাদেশ গণসংগীতহীন হলো: ফেরদৌস ওয়াহিদ
মূল পরিচিতিটা গণসংগীতে হলেও বাংলা পপ গানের অন্যতম মুখ ফকির আলমগীর। স্বাধীনতার পর যে ক’জন মানুষের হাত ধরে পপ সংগীতের উত্থান ও জনপ্রিয়তা লাভ করেছে, সেই তালিকায় রয়েছে এই নামটিও। যেখানে আরও ছিলেন আজম খান, ফিরোজ সাঁই, পিলু মমতাজ ও ফেরদৌস ওয়াহিদ। এই ৫ জনের মধ্যে তিনজনই পাড়ি দিয়েছেন পরপারে। সর্বশেষ, এই রাতে (২৩ জুলাই)…