
ফাইনালের আগেই বিদায় বলেছিলেন রোনালদো
রোনালদোকে জড়িয়ে ধরে ‘সে কেদা’ বলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো দেননি মার্সেলো। নেইমারের বহু আলোচিত দলবদলের আগে ‘সে থাকছে’ বলে বার্সেলোনা সমর্থকদের সাহস দিয়েছিলেন জেরার্ড পিকে। পিকে ও বার্সেলোনার মধ্যকার সম্পর্কের চেয়েও ভালো সম্পর্ক ছিল মার্সেলো ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে। তবু বন্ধুকে নিয়ে দলবদলের গুঞ্জন সৃষ্টি হওয়ার পর এমন কিছু করার চেষ্টা করেননি ব্রাজিলিয়ান…