
টেকনাফে সুপেয় পানির জন্য হাহাকার
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ: টেকনাফ উপজেলার সবখানে চলছে পানির হাহাকার। যেদিকে তাকায় সেদিকে পানির সমস্যা। এ সংকটকালীন সময়ে পৌরসভার চৌধুরী পাড়াসহ কয়েক জায়গায় গিয়ে দেখা যায় গাড়ী দিয়ে ড্রামে করে পানি দিচ্ছেন এজাহার মিয়া নামে এক লোক। তিনি জানান, পৌরসভার বাসিন্দা ও পৌর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি পোরসভার সবখানে এই পানি সরবরাহ করছেন।…