
বর্ষবরণের রাতে ধর্ষণ করেছিল সেই মিষ্টি ছেলেটাই, বিস্ফোরক পদ্মা লক্ষ্মী
তাঁর নামের পাশে একাধিক তকমা। তিনি টিভির জনপ্রিয় মুখ। লেখিকাও। একদা পত্নী সলমন রুশদির। সেই আমেরিকান টিভি স্টার পদ্মা লক্ষ্মী যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন। যাঁর সঙ্গে ডেট করছিলেন, সে-ই ধর্ষণ করেছিল বলে অভিযোগ করলেন পদ্মা। নিউইয়র্ক টাইমসের জন্য কলম ধরে এমনই বিস্ফোরক হয়ে উঠলেন লক্ষ্মী। ‘টপ শেফ’-এর সঞ্চালক পদ্মা লিখেছেন, ৭ বছর বয়সে তাঁকে…