সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে প্রায় সত্তর লাখ টাকার ভারতীয় চোরাচালানী কফি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তবর্তী সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থান ঘিরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কফি পাওয়া যায়। পরবর্তীতে গুনে দেখা যায়, জব্দকৃত কফির পরিমাণ ১ হাজার ৯২৮ কেজি, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত পণ্যসমূহ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।