Main Menu

রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

 

ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ! অভিযোগ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে

একাদশ শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলেরই অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, স্কুলের নয় ছাত্রীকে নিয়ে গত ২৩ নভেম্বর বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ। সেখানে থাকার জন্য একটি হোটেলে দু’টি ঘর নেন তিনি। একটি ঘরে ছিল আট ছাত্রী। অন্য একটি ঘরে ১৭ বছর বয়সি নাবালিকার সঙ্গে ছিলেন অধ্যক্ষ। অভিযোগ, নাবালিকার খাবারে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করেন অধ্যক্ষ। বাধা দিতে গেলে পরীক্ষায় ফেল করানো হবে বলে নাবালিকাকে হুমকি দেন অভিযুক্ত। এমনকি, তাকে প্রাণে মারারওRead More


ঘোষ’বাবুকে কত ঘুষ দিয়ে টেটে চাকরি পেলেন ক’জন! তাপস মণ্ডলের দেওয়া ‘তথ্য’ আদালতে দিল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার খোঁজ মিলল জনৈক ‘ঘোষ’বাবুর! এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে এই ঘোষের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তথা বেসরকারি বিএড এবং ডিইএলএড কলেজ কর্তৃপক্ষের সংগঠনের সভাপতি তাপস মণ্ডলকে জেরা করে এই রহস্যময় ঘোষের সন্ধান পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। জেরায় তাপস জানান, প্রাথমিকে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তিনি এই ঘোষ পদবিধারী ব্যক্তিকে ৩.২৫ কোটি টাকা দিয়েছিলেন। এ ছাড়াও টাকার বিনিময়ে কয়েকশো চাকরিপ্রার্থীকে ২০১৪ সালে টেট পাস করিয়ে দেওয়াRead More