২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বার্তাটি লিখেছেন: বিপ্র দাস বিশু বিত্রম

আমার সম্পর্কে : নির্বাহী সম্পাদক
প্রচ্ছদ বিভাগ আইন ও অপরাধ

ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ! অভিযোগ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে

একাদশ শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলেরই অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, স্কুলের নয় ছাত্রীকে নিয়ে গত ২৩ নভেম্বর বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ। সেখানে থাকার জন্য একটি হোটেলে দু’টি ঘর নেন তিনি। একটি ঘরে ছিল আট ছাত্রী। অন্য একটি ঘরে ১৭ বছর বয়সি নাবালিকার সঙ্গে ছিলেন অধ্যক্ষ।

অভিযোগ, নাবালিকার খাবারে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করেন অধ্যক্ষ। বাধা দিতে গেলে পরীক্ষায় ফেল করানো হবে বলে নাবালিকাকে হুমকি দেন অভিযুক্ত। এমনকি, তাকে প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।

 

গত ২৪ নভেম্বর ছাত্রীরা বৃন্দাবন থেকে ফেরে। প্রথমে নির্যাতনের কথা কাউকে জানায়নি ওই নাবালিকা। কিন্তু পরে পরিবারের সদস্যদের সে জানায়। এর পরই থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা। গত শনিবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষের গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তিনি ফেরার বলে পুলিশ সূত্রে খবর।

Leave a comment