Main Menu

সোমবার, জানুয়ারি ২৫, ২০২১

 

ফরিদপুরে দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব (১৮) ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী(১৮)। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময়ে পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টালRead More


বিশ্বনাথ পৌর বিএনপির কম্বল বিতরন

যুক্তরাষ্ট্র প্রবাসী গরীব অসহায় কল্যাণ ফান্ড রামধানা এর চেয়ারম্যান জনাব আব্দুল কালামের অর্থায়নে বিশ্বনাথ পৌর বিএনপির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক জনাব তালেব আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জনাব জালাল উদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, বশির আহমেদ, বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য ফারুক মিয়া, সাবেক মহিলা ভাইসRead More


সাকিবের অর্ধশত, বড় সংগ্রহের পথে টাইগাররা

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও দুর্দান্ত ব্যাট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। দলীয় ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। এরপর অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে গড়েন ৯৩ রানের জুটি। ৬৪ রান করে ফিরেন তামিম। এরপর সাকিবের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহীম। মুশির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ফিফটি। তবে অর্ধশত করার পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। রাইমন রেইফারের বলে সাজঘরে ফিরেন তিনি। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ২১৮Read More