Main Menu

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

 

দোকান পাবেন ক্ষতিগ্রস্তরা

সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ অবস্থা কাটিয়ে অত্যাধুনিক ১২ তলা বিল্ডিংয়ের নতুন মার্কেট তৈরি করবে সিলেট সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জায়গা উদ্ধার করেছে সিসিক। উদ্ধার কাজ শেষে এখন চলছে জায়গা পরিস্কারের কাজ। শীঘ্রই মার্কেটে তৈরির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। সিলেট নগরীকে কেউ কেউ দিঘীর শহর বলে থাকেন। এ নগরীতেই রয়েছে ধোপাদিঘী, সাগরদিঘী, দস্তিদারবাড়ি দিঘী, লালদিঘী, সৈদানীবাগ দিঘীও, মজুমদার দিঘী, রামেরদিঘী, কাষ্টঘর দিঘী, সোবাহানিঘাট দিঘী, কাজলশাহ দিঘী, চারাদিঘী। এসব দিঘীর নামেই পরিচিতি পায় সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লা। গত কয়েকRead More