মঙ্গলবার, নভেম্বর ৬, ২০১৮
শ্রীভুমি সিলেটে কবিগুরুর পদার্পণের ৯৯তম বর্ষপূর্তি মঙ্গলবার

ডেস্ক নিউজ:: ৬ নভেম্বর মঙ্গলবার। এক ঐতিহাসিক দিন। ৯৯ বছর আগে ১৯১৯ সালের ৬ নভেম্বর কবিগুরু সিলেটে পদার্পণ করেছিলেন। সিলেটকে আখ্যায়িত করেছিলেন ‘শ্রীভুমি’ বলে। সেই ঐতিহাসিক দিনে রবি ঠাকুর সিলেটে পদার্পনের পর ঐতিহ্যবাহী এমসি কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখার পর পরিদর্শনে যান মাছিমপুর মণিপুরী পাড়া। সেদিন মাছিমপুরের মণিপুরীদের পরিবেশিত মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হন বিশ্বকবি। এরপর কমলগঞ্জের মণিপুরী গ্রাম বালিগাঁওয়ের নৃত্যগুরু নীলেশ্বর মুখার্জীকে নিয়ে যান শান্তিনিকেতনে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক পরিচিতি পায়। মণিপুরী নৃত্য খ্যাতি লাভ করে বিশ্বনন্দিত নৃত্য হিসাবে। এই ঐতিহাসিক স্মৃতি স্মরণে রাখতে মাছিমপুর মণিপুরী পাড়ায় সিলেট সিটিRead More