
দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া (গাফলা) এর এজেন্ট সহ ৬ জন আটক
দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া (গাফলা) এর এজেন্ট সহ ০৬ জন গ্রেফতার করা হয়। ২/০১/২০২১খ্রি: তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ জুবায়ের এর চায়ের দোকানের ভিতর কাঠের ব্রেঞ্চের উপর কতিপয় জুয়ারী টাকা দিয়া জুয়ার আসর বসাইয়া জুয়া(গাফল) খেলিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নি:)স্নেহাশীষ পৈত্য সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী…