Home » জাতীয় দলের হয়ে খেলার জন্য আশরাফুলকে পাপন ৩টি শর্ত দিলেন

জাতীয় দলের হয়ে খেলার জন্য আশরাফুলকে পাপন ৩টি শর্ত দিলেন

ডেস্ক অনলাইন নিউজ : আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলকে আবার বাংলাদেশের জার্সিতে দেখতে চাওয়া ক্রিকেট ভক্তের সংখ্যা, হতাশা, আক্ষেপ আর অপেক্ষার দিন ফুরোতে খুব বেশী বাকি নেই বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের।

যার ব্যাটের ঝিলিকে, কার্ডিফে প্রতাপি পন্টিংয়ের দাপুটে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব গাথা রচিত, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জয় সহ যিনি এক সময় একা হাতে হাসিয়েছেন টাইগার ভক্তদের, সেই আশরাফুলের গা থেকে কলঙ্কের দাগ মুছে যাবে আর মাত্র কয়েকটা মাস পড়ই।

মাশরাফি মোটিভেটর ক্যাপ্টেন হিসেবে দেশ ছাপিয়ে বিশ্ব সেরাদের তালিকায় ঢুকে যেতে পারেন,সাকিবের ভক্তকুল কোটি হতে পারে, তামিম, মাহমদুল্লাহ কিংবা হালের মুস্তাফিজকে অগনিত শুভাকাঙ্খি থাকতে পারে।

একটা জরিপে দেখা গেছে রেডিওতে খেলা নিয়ে যে শো হয়,তাতে দর্শকদের করা একশো প্রশ্নের ৬০টিই থাকে আশরাফুল কবে ফিরবেন সেটি নিয়ে।

শুনা গেছে আশরাফুল পাপনের কাছে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রষোন করলে তিনি আশরাফুলকে তিনটি শর্ত জড়িয়ে দেন। শর্ত গুলা এক নজড়ে দেখেনিনঃ

১। ঘোরোয়া ক্রিকেটে আগামী দুই বছরে ৭টি সেঞ্চুরি সহ অন্তত্য মোট ৩ হাজার রান করতে হবে।

২। টেস্টের বিষয় মাথায় রেখে তাকে ভাল পারফর্ম করতে হবে।

৩। দলের সব সিনিয়র ক্রিকেটারদের মত তার পক্ষে থাকতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *