ডেস্ক নিউজ : কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ইফতার দিতে গিয়েছিলেন দলটির কয়েকজন নেতাকর্মী।
এসময় কারাগারের বাহিরে থেকে তোলা তাদের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক ব্যবহারকারী অনেকে তাদের ইফতার দিতে যাওয়াকে দল বা নেত্রীর প্রতি ভালোবাসার নয় বরং লোক দেখানো বলে মন্তব্য করেছেন।
কেউ কেউ বলছেন, নেত্রীকে কারাগারে রেখে বাইরে এভাবে হাসিমুখে সেলফি তোলা অসৌজন্যতা। অনেকেই আবার এটা নিয়ে হাসি-ঠাট্টাও করছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন।
“পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারের দ্বিতীয়তলার একটি সেলে বন্দি আছেন তিনি। গত ১৬ মে উচ্চ আদালত থেকে জামিন পেলেও আরও অন্তত ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় এখনই কারাগার থেকে মুক্ত হতে পারছেন না।”
“ শুক্রবার রমজানের প্রথম ইফতার ওই সেলেই করেছেন তিনি।”
দুপুরে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে ১০/১৫ জন নেত্রী খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে কারাগারে যান।
প্রায় একই সময়ে নেত্রীর জন্য ইফতার নিয়ে যান যুবদলের বেশ কিছু নেতাকর্মী। কিন্তু পূর্ব অনুমতি না থাকায় তাদের নেয়া ইফতার সামগ্রী ফেরত পাঠানো হয়।
সূএ : সময় টিভি