শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
সিলেট জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখা সূত্রের একটি প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ মে) বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার এবং টিসিবি’র পরিচালক বরাবর পাঠানো একটি প্রতিবেদনে মূল্যবৃদ্ধির এমন তথ্য রয়েছে। সিলেটে চাল, আটা, ময়দা, মাছসহ বিভিন্ন প্রয়োজনীয় ১৬টি পণ্যের দাম গত এক বছরে বেড়েছে। কোনো পণ্যের দাম বেড়েছে ০.৫১ শতাংশ, আবার কোনো পণ্যের দাম ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনটির স্মারক নং ০৫.৪৬.৯১০০.০২০.০৬০.০১.১৫ এবং বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদ্যির খুচরা বাজার দর প্রতিবেদন প্রেরণ প্রসংগে’। প্রতিবেদনের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘জেলা মার্কেটিং কর্মকর্তা, সিলেট কার্যালয়ের স্মারক নং: ১২.০২.৬০৯১.৩১২.১৬.০০১.১২-৪০৩’। প্রতিবেদনের তথ্য অনুসারে, সিদ্ধ চাল (সরু) প্রতি কেজির বর্তমান (১৭ মে) মূল্য ৫৮-৬৪ টাকা। এক বছর পূর্বে প্রতি কেজির মূল্য ছিল ৫৪-৫৮ টাকা। এক বছরে মূল্য বেড়েছে ৮.৯২ শতাংশ। প্রতি কেজি প্যাকেটজাত আটার বর্তমান মূল্য ৩৩-৩৪ টাকা। এক বছর পূর্বে মূল্য ছিল ৩০-৩৪ টাকা। এক বছরে ৪.৬৮ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। প্যাকেটজাত ময়দা প্রতি কেজি বর্তমান মূল্য ৪৪-৪৫ টাকা। এক বছর পূর্বে মূল্য ছিল ৪০-৪৪ টাকা। গত এক বছরে মূল্যবৃদ্ধি পেয়েছে ৫.৯৫ শতাংশ। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তৈলের (কন্টেইনার) মূল্য ১০১-১০৫ টাকা। এক বছর আগে মূল্য ছিল ৯৮-১০০ টাকা। এক বছরে মূল্য বৃদ্ধি পেয়েছে ৪.০৪ শতাংশ। সয়াবিন তৈল (খোলা) প্রতি লিটারের বর্তমান মূল্য ৯৬-৯৮ টাকা। এক বছর আগে এ মূল্য ছিল ৯৫-৯৮ টাকা। এক বছরে মূল্যবৃদ্ধির পরিমাণ ০.৫১ শতাংশ। প্রতিবেদন অনুসারে, পাম (সাধারণ/সুপার) প্রতি লিটারের বর্তমান মূল্য ৭৮-৮৪ টাকা। এক বছর আগে মূল্য ছিল ৭৫-৮০ টাকা। মূল্যবৃদ্ধি হয়েছে ৪.৫২ শতাংশ গত এক বছরে। গরু বা মহিষের মাংস প্রতি কেজির মূল্য এখন ৪৮০-৪৯০ টাকা। এক বছর আগে এ মূল্য ছিল ৪৭০-৪৮০ টাকা। এক বছরে মূল্যবৃদ্ধির পরিমাণ ২.১০ শতাংশ। খাসির মাংস প্রতি কেজির মূল্য বর্তমানে ৭০০-৭৫০ টাকা। বছরখানেক পূর্বে এ মূল্য ছিল ৬৫০-৭০০ টাকা। এক বছরে মূল্য ৭.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আদা (বিদেশী) প্রতি কেজির বর্তমান মূল্য ৮০-১২০ টাকা। এক বছর পূর্বে এ মূল্য ছিল ৬০-৭০ টাকা। গত এক বছরে আদার মূল্য বেড়েছে কেজিতে ৫৪ শতাংশ।
পেঁয়াজ (দেশী/আমদানিকৃত) প্রতি কেজির মূল্য এখন ৩০-৩৪ টাকা। বছরখানেক আগে মূল্য ছিল ২০-২৪ টাকা। এক বছরে মূল্য বেড়েছে ৪৫.৪৫ শতাংশ। হলুদ (আস্ত) প্রতি কেজির বর্তমান মূল্য ১৪০-১৫০ টাকা। এক বছর আগে মূল্য ছিল ১২০-১৩০ টাকা। এক বছরে মূল্যবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ। মরিচ (শুকনো আস্ত) প্রতি কেজির বর্তমান মূল্য ১৮০-২০০ টাকা। এক বছর আগে মূল্য ছিল ১৪০-১৫০ টাকা। এক বছরে মূল্যবৃদ্ধি পেয়েছে ৩১.০৩ শতাংশ। বর্তমানে প্রতি কেজি আলুর মূল্য ১৮-২০ টাকা। বছরখানেক পূর্বে মূল্য ছিল ১২-১৪ টাকা। মূল্যবৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।
তথ্যানুসারে, প্যাকেটজাত লবণ প্রতি কেজির মূল্য এখন ৩৮-৪০ টাকা। বছরখানেক পূর্বে এ মূল্য ছিল ৩৪-৩৮ টাকা। এক বছরে মূল্যবৃদ্ধি হয়েছে ৮.৩৩ শতাংশ। সিমেন্ট প্রতি বস্তার বর্তমান মূল্য দেখানো হয়েছে ৪৫০-৪৮০ টাকা। বছরখানেক পূর্বে মূল্য ছিল ৪২০-৪৪০ টাকা। মূল্যবৃদ্ধির পরিমাণ ৮.১৪ শতাংশ। এছাড়া এমএস রড (৪০/৬০ গ্রাম) প্রতি মেট্রিক টনের বর্তমান মূল্য ৫৮ হাজার-৬৮ হাজার টাকা। বছরখানেক পূর্বে মূল্য ছিল ৩৯ হাজার-৪৯ হাজার টাকা। গত এক বছরে মূল্যবৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।
বার্তা বিভাগ প্রধান