সিলেট নগরীর কাস্টগড় এলাকায় মাদকের আস্তানায় হানা দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ২৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসময় ২২০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫৭ হাজার ৫০ টাকা, ৬৯০ পুড়িয়া গাঁজা ও ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।
শনিবার বিকেলে নগরীর কাস্টগড় এলাকায় প্রায় দেড় ঘন্টা ব্যাপী পুলিশের অভিযানে এ সব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।