চব্বিশ পরবর্তী বাংলাদেশে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার সন্ধ্যায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সংগঠনটি।
মশাল মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, নির্দিষ্ট একটি দলকে নিয়ে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে থেকে উঠে আসা সরকারের এমন আচরণ জনগণ মেনে নেবে না বলেও জানান তারা।
এ সময় রাজনীতির আড়ালে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি রুখে দিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরিস্থিতির উন্নতি না হলে আবারো জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তারা।