Home » তারেক রহমানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি

তারেক রহমানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: মানিলন্ডারিং মামলায় সাতবছর ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে ইতোমধ্যেই ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (তারেক) নামে আরও মামলা চলমান রয়েছে। আমাদের সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়েছে। আমরা তাকে আইনের মুখোমুখি করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনতে পারি। যেসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, সেই সাজা কার্যকর করতে আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা সব ধরনের প্রচেষ্টাই চালাবো। এবিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি যুক্তরাজ্যের হাই কমিশনকেও অবহিত করা হয়েছে।  চিকিৎসার নামে এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং সেদেশের সরকারও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সরকার যদি তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিয়েই থাকে, তাহলে সেদেশের সরকার কোন পদ্ধতিতে তারেক রহমানকে বাংলাদেশকে ফেরত দেবে, তা ওই দেশের সরকারের ওপর নির্ভর করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে যদি কোনও ধরনের আবেদন করতে হয়, তাহলে তা আমাদের বিষয় নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই আবেদন করা হবে। আমাদের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী যা যা করণীয়,তা আমরা করেছি।’ ইন্টারপোলে চাহিদাপত্র দেওয়া এবং তাদের অ্যাম্বাসিকে জানানো, সবই করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *